~~আমাকে দিয়ো সেই প্রচণ্ড মৌন সূর্য (হুইটমেন)~~
আমাকে দিয়ো সেই প্রচণ্ড মৌন সূর্য
তার পূর্ণ জ্যোতিষ্মান রশ্মির সাথে;
আমাকে দিয়ো রসে ভরা বাগানের ফল
লাল পাকা সতেজ শরতের;
আমাকে দিয়ো একটা খোলা মাঠ যেখানে থাকে না কাটা ঘাস;
আমাকে একটা গাছ দিয়ো, দিয়ো চাং পাতা আঙ্গুরের থোপা;
আমাকে দিয়ো গোমধান আর ঘেহু
দিয়ো সন্তুষ্টির শিক্ষা, দিয়ো শান্ত হবে থাকা জন্তুদের;
আমাকে দিয়ো সম্পূর্ণ নি:শব্দ রাত্রিগুলো
মিচিচিপি পশ্চিমের উচ্চভূমির মতো,
আর আমি যেন মাথা তুলে দেখি তারকামণ্ডলে;
আমাকে দিয়ো সূর্যোদয়ের সুগন্ধি সুভাসে ভরা একটি ফুলের বাগান
যেখানে আমি খোজ দিতে পারি নির্বিবোধে।
আমাকে দিয়ো সেই প্রচণ্ড মৌন সূর্য
তার পূর্ণ জ্যোতিষ্মান রশ্মির সাথে;
আমাকে দিয়ো রসে ভরা বাগানের ফল
লাল পাকা সতেজ শরতের;
আমাকে দিয়ো একটা খোলা মাঠ যেখানে থাকে না কাটা ঘাস;
আমাকে একটা গাছ দিয়ো, দিয়ো চাং পাতা আঙ্গুরের থোপা;
আমাকে দিয়ো গোমধান আর ঘেহু
দিয়ো সন্তুষ্টির শিক্ষা, দিয়ো শান্ত হবে থাকা জন্তুদের;
আমাকে দিয়ো সম্পূর্ণ নি:শব্দ রাত্রিগুলো
মিচিচিপি পশ্চিমের উচ্চভূমির মতো,
আর আমি যেন মাথা তুলে দেখি তারকামণ্ডলে;
আমাকে দিয়ো সূর্যোদয়ের সুগন্ধি সুভাসে ভরা একটি ফুলের বাগান
যেখানে আমি খোজ দিতে পারি নির্বিবোধে।
No comments:
Post a Comment